• Wednesday, June 19, 2019

ওবায়দুল কাদেরের সাথে দেখা করলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতিসন্তান এসপি নুরুল

  • May 19, 2019

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে দেখা করেছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতিসন্তান ও কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় ঢাকায় মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে তার সরকারি বাসভবনে দেখা করেন তিনি।

নুরুল ইসলাম জানান, ওবায়দুল কাদের অনেকটা সেরে উঠেছেন। তিনি অত্যন্ত আন্তরিক ও হাসিখুশিভাবে কথা বলেছেন।

কুশলাদি বিনিময়কালে দলের জ্যেষ্ঠ নেতা ওবায়দুল কাদেরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন এসপি নুরুল।