• Wednesday, February 26, 2020

গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকরের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ ও আলোচনা

  • Aug 21, 2019

আওয়ামীলীগের জনসভায় (২০০৪ সালের ২১ আগষ্ট) ভয়াবহ গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকরের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগের আয়োজনে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরের সামনে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে ২১ আগষ্ট গ্রেনেড হামলার রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন পৌর আ.লীগের সভাপতি শরিফুল আলম। বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিনসহ অন্যান্য আ.লীগ নেতৃবৃন্দ।

এদিকে, জেলা যুবলীগের আয়োজনে বুধবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁর মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দীন আহমেদ শিমুল।

অন্যদিকে,  বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা আ.লীগের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আ.লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিনসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এসময় জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।