• Wednesday, October 16, 2019

চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Jul 06, 2019

চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা যুব মহিলা লীগের আয়োজনে বিভিন্ন কমসূচির মধ্যদিয়ে শনিবার যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সকাল ১০টায় জেলা শহরের শহীদ মনিমুল হক সড়কে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও সংগঠনটির পতাকা উত্তোলন শেষে কেক কাটার পর র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা স্বাচিপের সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা ও সাধারণ সম্পাদক সান্তনা হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দসহ জেলা যুব মহিলালীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।