• Monday, December 16, 2019

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় নাগরিক সেবা বঞ্চিত-জনদুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন

  • Jul 18, 2019

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় নাগরিক সেবা বঞ্চিত-জনদুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতার দাবিতে ঢাকায় অবস্থান-ধর্মঘট করায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নাগরিক সেবা ভেঙ্গে পড়েছে। পুরো চাঁপাইনবাবগঞ্জ শহরে রাতে বাতি না জ্বলা, রাস্তাঘাটের উপরে ময়লা আর্বজনার স্তুপ, বিশুদ্ধ পানির সংকট, নাগরিকদের দৈনন্দিন জন্মনিবন্ধন, নাগরিক সনদ,মৃত্যু সনদ ও মশার উপদ্রব বেড়ে গেছে। আর এসব সমস্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে নাগরিক কমিটি মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

 

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ হোসেন আহমেদ বাদশার সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীন আইনজীবী একরামুল হক, জেলা সিপিবির (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি) সাবেক সভাপতি এ্যাড.সাইদুল ইসলাম, জেলা সিপিবির (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি) সাধারণ সম্পাদক এ্যাড.আবু হাসিব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.মিজানুর রহমান মিজান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদৌলা, সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, জেলা ছাত্রলীগ (জাসদ) এর সভাপতি মজিদুল হক মজিদ প্রমুখ।

 

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে পৌর নাগরিকদের সুবিধার্থে শহরে রাতে বাতি জ্বলার ব্যবস্থা, রাস্তাঘাটের উপরে ময়লা আর্বজনার স্তুপ পরিস্কার, বিশুদ্ধ পানির সংকট দূর করা, নাগরিকদের দৈনন্দিন জন্মনিবন্ধন, নাগরিক সনদ,মৃত্যু সনদ সহজে পাওয়া ও মশার উপদ্রব দমন করার আহবান জানান। অন্যথায় আগামীতে আরো তীব্র আন্দোলন গড়ে তুলার কথা বলা হয়।