মরমী সাধক লালন সাঁই’র ১২৮ তম তিরোধান দিবস উপলক্ষ্যে মুল মাজার, গেটসহ সবখানে এখন আলোক সজ্জায় সজ্জিত। ‘তোমার মতো দয়াল মুর্শিদ আর পাব না’ মঞ্চে বাউল ফকিরদের কন্ঠে উচ্চারিত উদ্বোধনী দিনে লালন সংগীতের সুচনা হলেও রাতভর চলে নানা শিল্পীদের নানা সময়ের সংগীত। মানুষের যে আত্মমুক্তি তা লালনের গানে-দর্শনে রয়েছে। তাই লালনকে বাণিজ্যিক ভাবে নয়, অত্মিকভাবে দেখার প্রত্যাশা করেন এসব দেশি-বিদেশি লালন ভক্ত ও গবেষকরা।

লালন একজন সাধক, জাত-পাতহীন মানুষ ছিলেন। তার গানে মানবতার কথা বলে। সকল ধর্মের, বর্ণের মানুষ এক কাতারে হতে পারে লালন উৎসবে।তাই নিজের দেশ ছেড়ে সাঁইজীর ধামে এসেছেন এসব বিদেশি দর্শনার্থী। গতকাল সন্ধ্যায় তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়।