• Friday, March 29, 2024

চাঁপাইনবাবগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর সুবর্ণজয়ন্তী উদযাপন

  • Nov 17, 2018

‘আঁধার বৃন্তে আগুন জ্বালো, আমরা যুদ্ধ আমরা আলো’- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদ।

শনিবার সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবঞ্জ শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেটের চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদ, উদীচীর সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উদীচী শিল্পী গোষ্ঠী। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজে এসে শেষ হয়।

বিকেল সাড়ে ৪ টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উদীচীর উপদেষ্টা অধ্যাপক এনামুল হক, মার্জিনা হক, উদীচীর উপদেষ্টা ইসরাইল সেন্টু, অধ্যাপক সাদিকুল ইসলাম, এ্যাডভোকেট সাইদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সাল, উদীচী চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের সভাপতি মো. কামরুজ্জামান রানু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন, সহ-সাধারণ সম্পাদক আবু বাকের ও গোলাম মাওলা, সহ-সভাপতি আব্দুল খালেক, আব্দুল মতিন ডাবলু ও শামীম, সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল মোমেনীন জীবন, সংগীত সম্পাদক জুয়েল বাবু, নাট্য সম্পাদক হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলায় দোষী ব্যক্তিদের দ্রুত বিচার দাবিসহ সকল সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার অঙ্গিকার ব্যক্ত করেন।

সন্ধ্যায় উদীচীর পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।