• Saturday, April 20, 2024

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের নতুন সভাপতি লিটন, সম্পাদক বাবু

  • Jun 27, 2019

প্রায় দেড় দশক পর চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান এ্যাড. জাহাঙ্গীর কবির নানক, প্রধান বক্তা ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ, আনোয়ারুল ইসলাম আনোয়ার, আবু আহমেদ নাসিম পাভেল, সহ-সম্পাদক রফিকুল ইসলাম সৈকত জোয়ার্দার।

পরে সন্ধ্যায় শহীদ সাটু হলে শুরু হয় কাউন্সিলরদের ভোট গ্রহন।

ভোটে জয়ী সাবেক ছাত্রনেতা সামিউল হক লিটন সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবুকে সাধারণ সম্পাদক করে জেলা যুবলীগের নতুন কমিটি গঠিত হয়। কাউন্সিলরদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। সামিউল হক লিটন ৯৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল হুদা অলক পেয়েছেন ৬৬ ভোট। আমানুল্লাহ বাবু ৯২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিউল ইসলাম সাকিল পেয়েছেন ৬১ ভোট।

এছাড়াও মাসিদুর রহমান-৫২ এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতাকারী জিয়াউর রহমান তোতা -৫৮,মনিরুল ইসলাম কাজল -০২ ভোট পান।

আগামী এক মাসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।