সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান বলেন, ‘৬৪ জেলায় সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ শীর্ষক প্রকল্প’ এর ১ম পর্যায়ে ২২টি জেলায় এ কমপ্লেক্স নির্মাণের কাজ অচিরেই শুরু হবে এবং পরবর্তীতে দেশের ৬৪টি জেলায় একই কমপ্লেক্স নির্মাণ করা হবে। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে সর্বপ্রথম প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হল। সরকারের চলমান উন্নয়নেরই ধারা এটি।এছাড়াও তিনি আরও কিছু সুসংবাদ দিয়ে বলেন- সরকার দেশের প্রবীণদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার ব্যাবস্থা করতে যাচ্ছে।

দেশের সকল প্রবীণদের জন্য ‘সিনিয়র সিটিজেন কার্ড’ দেওয়া হবে। যেন ওই সকল প্রবীণ লোক যেকোনো যানবাহনে ১ম শ্রেণির আসন পায়। এছাড়াও আরো ১০-১২টি বিশেষ সুযোগ-সুবিধা পাবে যারা সিনিয়র সিটিজেন কার্ড পাবেন।