• Friday, April 19, 2024

রাজশাহীতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • Oct 06, 2018

আলোকিত ডেস্ক :  রাজশাহীতে অস্ত্রসহ জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। যাকে বড় ধরণের প্রতারক বলছে র‌্যাব। শুক্রবার দ্বিবাগত রাত দেড়টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার পালি বাজারে অভিযান চালিয়ে রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

বেলা ১১টার দিকে র‌্যাব-৫ সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করে তাকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। প্রতারণার অভিযোগ গ্রেপ্তার করে তার কাছ থেকে অস্ত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহাবুবুল আলম (পিপিএম)।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম সাজ্জাদ আলী (২৫)। সে দুর্গাপুর উপজেলার বেলঘোরিয়া মধ্যপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। সাজ্জাদ রাজশাহী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

র‌্যাব-৫ এর অধিনায়ক মাহাবুবুল আলম বলেন, ‘‘কয়েকটি প্রতারণার ঘটনায় র‌্যাব অভিযান চালিয়ে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার শরীরে তল্লাশী চালিয়ে ১টি বিদেশি পিস্তল ১টি ম্যাগজিন ২ রাউন্ড গুলি পাওয়া গেছে।’’

মাহাবুবুল আলম আরও জানান, ‘‘সাদ্দাদ একজন প্রতারক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারি প্রেস সচিব আফছার সিদ্দিকী বিটু, এপিএস সাইফুজ্জামান শেখর এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পরিচয় দিয়ে বিভিন্ন এমপি, মন্ত্রী এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের মনোনয়ন পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা করছিল। ইতোমধ্যেই কয়েক জনের কাছ থেকে সাজ্জাদ বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

এছাড়াও রেলওয়েতে সরকারি চাকুরি, পুলিশের এসআই পদে নিয়োগ এবং অন্যান্য সরকারি সংস্থায় চাকরি দিবে বলেও বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাসহ মন্ত্রী-এমপিদের সঙ্গে সেলফি তুলে সেগুলো দেখিয়ে প্রতারণা করতো সাজ্জাদ।’’

এদিকে, গ্রেপ্তার সাজ্জাদকে সংগঠন থেকে বহিস্কার করা হবে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজ সরকার। তিনি বলেন, ‘সাজ্জাদ যে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে-সেটি আমাদের জানা ছিল না। তার এই অপরাধের শাস্তি হিসেবে সংগঠন থেকেও তাকে বহিস্কার করা হবে। এ নিয়ে দ্রুত জেলা ছাত্রলীগ সিদ্ধান্ত নেবে। ছাত্রলীগে এমন অপরাধীর কোনো ঠাঁই নাই।’