• Saturday, April 20, 2024

নৌকা প্রতিককে বিজয়ী করতে সকলে একত্রে প্রচারণা চালান||এমপি ওদুদ

  • Oct 17, 2018

নিজস্ব প্রতিবেদক : দেশের উন্নতি দেখতে চায়লে আবারো নৌকা প্রতিককে বিজয়ী করে ক্ষমতায় আনার আহবান জানালেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি আব্দুল ওদুদ। বুধবার বিকেলে বারঘরিয়ায় এক সভায় তিনি এ আহবান জানান। তিনি আরো বলেন, নৌকাকে বিজয়ী করতে আমরা সকলে একত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘণিয়ে আসার সাথে সাথে কিছু কুচক্রী মহল আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসনিাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। প্রধানমন্ত্রী যদি এমন কিছু করত তাহলে কি দেশ আজ এত উন্নত হতে পারত। এমপি ওদুদ আরো বলেন, সকল অপ-প্রচারকে রুখে দিয়ে আপনারা যে যেভাবে পারেন নৌকার পক্ষে কাজ করেন। মানুষের বাড়ি বাড়ি যেয়ে বোঝান কে ভাল আর কে খারাপ। কারা দেশের তথা দশের মঙ্গল চায় আর কারা দেশের অমঙ্গল চায়।

ইউনিয়ন আওয়ামী লীগের এক সদস্যর প্রশ্নের জবাবে এমপি বলেন, এতদিন যা হয়েছে ভূলে গিয়ে আমরা এখন ঐক্রবদ্ধ হয়ে কাজ করছি এবং ভবিষ্যতেও করব। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন আজ তা পূরণের পথে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দক্ষ হাতে দেশ পরিচালনা করে বিশ্বের দরবারে বাংলাদেশকে অনেক উঁচু স্থানে নিয়ে গেছেন। যা কোন সরকার আগে পারেনিবা করতে পারেনি।

চাঁপাইনবাবগঞ্জ এর বারঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মত বিনিময় সভায় বুধবার বিকেলে বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ বারঘরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. হারুন অর রশীদ সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু নাসের মো. সালেহ খান। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য দেন, সদর আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মো. আবু নজর হোসেন খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. মো. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের কাউন্সিলর মো. আবুল বাশার, ৪ নং বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল খায়ের প্রমুখ।

সভায় আরো ছিলেন, জামাল আব্দুল নাসের, অধ্যক্ষ আতিকুল ইসলাম, মো. খায়রুল আলম জেম, মো. শহীদুল ইসলাম শহীদ, মো. মেসবাউল হক টুটুল, এ্যাডভোকেড ইয়াসমিন সুলতানা রুমা, জুঁই আক্তারসহ ইউনিয়নের বিভিন্নস্থরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।