• Friday, March 29, 2024

চাঁপাইনবাবগঞ্জের বহলাবাড়ীর ২০-২২ গজ রাস্তাটি সংস্কার করা হোক

  • Oct 21, 2018

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ী মোড়ের ২০-২২ গজের রাস্তাটি যেন দেখার কেউ নেই। গত শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বহলাবাড়ীতে একটি পেট্রোল পাম্পের সামনে হতে শিবগঞ্জ যাবার দিকে বাঁক পর্যন্ত রাস্তাটি চলাচলের জন্য একে বারেই অযোগ্য হয়ে পড়েছে। সোনামসজিদ থেকে বিভিন্ন যানবাহন মালামাল নিয়ে দেশের অন্যত্র চলাচল করে। রাস্তাটি ভেঙ্গে এখন হেয়ারিং রাস্তা হয়ে গেছে। বেশ কিছু স্থানে গর্ত হয়ে আছে। বৃষ্টির সময় সে গর্তে পানি জমে থাকার কারণে যাবাহন বিকল হচ্ছে। যার ফলে সৃষ্টি হচ্ছে জানযটের।

এলাকার অনেকে বলেছেন, দীর্ঘদিন যাবৎ রাস্তাটি এভাবেই অযত্বে ও অবহেলায় পড়ে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানের মালিক বলেন, যে স্থান থেকে রাস্তাটি ভাঙ্গা সে স্থানের সামনেই রয়েছে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী এক নেতার বিশাল পেট্রোল পাম্প। তিনি আরো বলেন, সে নেতা হাজার হাজার টাকা খরচা করে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড এ ঢালছেন। অথচ তিনি যদি ইচ্ছা করেন এ ২০-২২ গজের ভাঙ্গা রাস্তাটি মেরামত করতে তাঁর ১ দিনও লাগবে না। মানুষও বলবে কাজটি তাঁর অবদান।

এলাকাবাসীসহ এ রাস্তাটি চলাচল কারীদের এখন একটাই চাওয়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা যেই হোক না কেন সাধারণ মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাস্তাটুকু যেন সংস্কার করা হয়।