• Friday, April 19, 2024

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিনি

  • Oct 08, 2018

আলোকিত চাঁপাইনবাবগঞ্জ :  জলবায়ু পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিক এবং বৃহদাকার অর্থনৈতিক গবেষণা করে প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নর্ডহাস ও পল এম. রোমার।

সোমবার (০৮ অক্টোবর) সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা অ্যাকাডেমিতে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় পৌনে ৪টা) তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

তাদের পুরস্কার দেওয়ার কথা জানিয়ে বিবৃতিতে নোবেল কমিটি জানিয়েছে, এবার অর্থনীতিতে নোবেল জয়ীদের মধ্যে উইলিয়াম ডি. নর্ডহাস জলবায়ু পরিবর্তনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক গবেষণায় বের করে আনার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া আরেক বিজয়ী এম. রোমার বড় পরিসরে অর্থনৈতিক গবেষণা করে প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য নোবেল পেয়েছেন।

গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রকৃত প্রভাব পরিমাপ করতে যেখানে নীতিনির্ধারকরা ব্যর্থ হচ্ছেন, সেখানে এমন মডেলগুলো ব্যবহার করে জলবায়ু পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিক প্রবর্তন করতে সক্ষম হয়েছেল নর্ডহাস।