• Sunday, June 16, 2024

ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • Aug 07, 2018

Spread the love

ঈদের অগ্রিম টিকিট বিক্রি আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এই কাঙ্ক্ষিত টিকিট পেতে ভোর থেকেই গাবতলীর আন্তজেলা বাস টার্মিনালে টিকিটপ্রত্যাশীদের ভিড় ছিল। বেলা বাড়তে থাকলেও টিকিটপ্রত্যাশী মানুষের ভিড় লেগেই ছিল।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটির সম্ভাবনা আছে। ১৭ থেকে ২৫ আগস্ট পর্যন্ত এ ছুটি হতে পারে। ১৭ ও ১৮ আগস্ট শুক্র ও শনিবার। ১৯ ও ২০ তারিখ মাঝে কর্মদিবস। ঈদ ২২ তারিখ হলে ২১ থেকে ২৫ তারিখ টানা ছুটি। ১৯ ও ২০ তারিখের কর্মদিবসে কেউ যদি ছুটি নিতে পারেন, তবে তা নয় দিনের ছুটি হয়ে যাবে।

পরিবহন-সংশ্লিষ্ট এবং টার্মিনালে আসা কয়েকজনর সঙ্গে কথা বলেন জানা গেছে, কয়েক দিন ধরে নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতির জন্য অনেকেই অনিশ্চয়তায় ছিলেন। আদৌ টিকিট ছাড়া হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। এ জন্যই মানুষের ভিড়।