• Wednesday, January 15, 2025

‘উন্নয়ন কনসার্ট’ সফল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতিসভা

  • Sep 20, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জে আগামী ২৯ সেপ্টেম্বর ‘উন্নয়ন কনসার্ট’-অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ সুষ্ঠভাবে সফল করার জন্য  বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে এ সভায় অন্যা্ন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন।

সভায় জানান হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় দেশ সেরা শিল্পীদের নিয়ে চাপাই নবাবগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে “উন্নয়ন কনসার্ট”-অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। তারুণ্যরে দূর্বার উদ্যম নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে চলেছে নতুন শক্তির বাংলাদেশ। উন্নয়নের এই ধারাবাহিকতা উদ্যাপন করতেই উন্নয়ন কনসার্টের আয়োজন।

আগামী ২৯ সেপ্টেম্বর ২০১৮ চাঁপাইনবাবগঞ্জ ডা. মেশবাহুল হক বাচ্চু ডাক্তার  স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উন্নয়ন কনসার্ট। উক্ত কনসার্ট সর্বসাধারণের জন্য উন্মুক্ত, যার ফলে শহরবাসী খুব কাছ থেকে প্রিয় শিল্পীদের গান উপভোগ করতে পারবেন। কনসার্টে গান পরিবেশনা করবেন মমতাজ ও ব্যান্ড দল জলের গান সহ দেশ সেরা সব শিল্পীবৃন্দ। দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনা ছাড়াও থাকবে আকর্ষণীয় লেজার শো ও আতশবাজি। উপস্থাপনায় থাকবেন রাফসান সাবাব খান ও অভিনেত্রী তানিয়া হোসেন। উন্নয়ন কনসার্টের মিডিয়া পার্টনার দেশ টিভির মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।