• Monday, July 15, 2024

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া

  • Oct 01, 2018

Share With

স্টাফ রিপোর্টার  : চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় টাউন হাইস্কুলে সোমবার ৮ম শ্রেণির জেএসসি ১৮ ব্যাচের শেষ পাঠদান উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমান এ-সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। জেএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা সঠিক নিয়মে খাতায় কী ভাবে লিখতে হয় সে বিষয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, তোমরা চিন্তামুক্তভাবে পরীক্ষা দেবে। ভয়ের কোন কারণ নেই। যে সব প্রশ্ন সহজ ও জানা সেগুলো আগে লিখে শেষ করারও আহবান জানান প্রধান শিক্ষক হাসিনুর রহমান। পরে দোয়া পরিচালনা করেন, শিক্ষক মাওলানা মোজ্জাম্মেল হক।

এ-সময় সহকারী শিক্ষক শাহনাজ বেগম, মো. খাইরুল ইসলাম, সমিত চট্টোপাধ্যায়, কম্পিউটার অপারেটর মো. মাহিদুর রহমান, নিলুফা ইয়াসমিন, গোলাম আজমসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।