• Tuesday, March 5, 2024

কল্যাণপুরে মিশুকের ধাক্কায় এক শিশু নিহত

  • Jul 22, 2018

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল হুদাইফা নামে ১৮ মাসের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর মহল্লার গোলাম রসুলের ছেলে। রবিবার সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের গোলাম রসুলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার এস আই আমিনুল ইসলাম জানান, শিশুটি বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল। এ-সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রহনপুর নাচোলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মিশুক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।