• Friday, October 17, 2025

ক্রিকেটার চামেলীর পাশে রাসিক মেয়র লিটন

  • Oct 31, 2018

Share With

বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার চামেলীর খাতুনের দ্রুত সুস্থতা কামনা করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার সকালে নগরীর দরগাপাড়া এলাকার চামেলীর নিজ বাড়িতে যান রাসিক মেয়র।

এসময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন চামেলীর চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়া পরিবারের সঙ্গে চামেলীর চিকিৎসার বিষয়ে কথা বলেন।

পরে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন চামেলীর চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা প্রদান করেন।