• Sunday, September 15, 2024

রাজশাহীর গোদাগাড়ীতে বিজিবির হেরোইন উদ্ধার

  • Sep 27, 2018

Share With

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনডার মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির সদস্যরা।

৫৩ বিজিবর অধিনায়ক লে.কর্নেল সাজ্জামাদ সরোয়ার জানান, বৃহস্পতিবার রাত তিনটার দিকে হাবিলদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে ডিএমসি বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৪১/৫-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাড়ীনডার মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।

এ-সময় মালিক বিহীন অবস্থায় ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। উদ্ধার করা হেরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেী জানান তিনি।