• Monday, July 15, 2024

গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

  • Sep 11, 2018

Share With

স্টাফ রিপোর্টার : র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দলের অভিযানে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী বিজয়নগর কুমারপুর বাউল ফিলিং ষ্টেশনের সামনে ১ হাজার ৫৪৫ পিচ ইয়াবাসহ ১ ব্যক্তিকে আটক করেছে।

র‌্যাবের পাঠানো ই-মেইল থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে কিছু ব্যক্তি জড়ো হচ্ছে। এমন খবর পাবার পরেই র‌্যাব অভিযান চালাই।

আটককৃত ব্যক্তি হচ্ছে, বাঁশবাড়িয়া মোল্লাপাড়ার দুদুল মন্ডলের ছেলে মহসীন আলী (২৬)। র‌্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ-ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।