• Friday, January 3, 2025

গোপালগঞ্জ-১ আসনে আ.লীগের মনোনয়ন ফরম তুললেন আরিফা রুমা

  • Nov 12, 2018

Share With

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে গোপালগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন আরিফা রহমান রুমা।

শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই সহযোগী অধ্যাপক। এসময় তার সমর্থকরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র কেনার পর আরিফা রহমান রুমা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় আমি  মনোনয়ন ফরম কিনেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যে কোন সিদ্ধান্তকেই আমি স্বাগত জানাবো। সর্বোপরি জননেত্রী শেখ হাসিনার হাত ধরে শৈশবেই নিয়েছি রাজনীতির প্রথম পাঠ। তাই এই বিষয়ে আমার ইচ্ছার চেয়ে তার ইচ্ছার গুরুত্ব আমার কাছে অনেক বেশী।

এসময় মনোনয়ন পেতে ইচ্ছুক সবার জন্য শুভ কামনা জানান তিনি।