• Thursday, May 30, 2024

চলন্ত বাসে তানিয়া ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • May 15, 2019

Spread the love

কিশোরগঞ্জে চলন্ত বাসে বেসরকারি হাসপাতালের সেবিকা শাহিনুর আক্তার তানিয়া ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধাবর দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জর সদর হাসপাতালে কর্মরত সেবিকাসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এসএফএম খাইরুল আতাতুর্ক, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নাদিম সরকার, নার্স সুপারভাইজার মরিয়ম খাতুন।

সমাবেশ বক্তরা পৈশাচিকভাবে তানিয়াকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে কর্মরত নার্সরা এই কর্মসুচির আয়োজন করেন।