• Friday, November 15, 2024

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

  • May 08, 2020

Share With
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের লালকোপরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জন কে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বোয়ালিয়া ইউনিয়নের ঘাটনগর এলাকার ফিটু মিয়ার ছেলে ইমরুলের সাথে ওই এলাকার জালালউদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার দুপুরে ইমরুল তার লোকজন নিয়ে ওই জমির দখল নিতে গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।