• Thursday, January 2, 2025

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক যুগান্তরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • Feb 02, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে দৈনিক যুগান্তরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দৈনিক যুগান্তরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে বক্তব্য রাখেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান ও  রহনপুর পৌর মেয়র তারিক আহমদ।

বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি নাহিদ ইসলাম, প্রভাষক আতিকুর রহমান, সাংবাদিক সারওয়ার জাহান সুমন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সম্পাদক আল-মামুন বিশ্বাস, সদস্য ইয়াহিয়া খান রুবেল, আতিকুর রহমান, দেলোয়ার হোসেন বুলবুল, শহিদুল ইসলাম, ইমরান আলী, গোমস্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।