• Monday, May 27, 2024

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাজশাহী বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

  • Dec 04, 2018

Spread the love

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো.নুর-উর রহমান। নাচোলে উপজেলা প্রশাসন আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ.জেড. নুরুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নঈম মুন্নি এবং নাচোল পৌর মেয়র আবদুর রশিদ খান ঝালু ও নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ।

মতবিনিময় সভায় উপস্থিত সকলে নাচোলের বিভিন্ন সমস্যা তুলে ধরলে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. নুর-উর রহমান তা সমাধানের আশ্বাস দেন। এ সময় তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।