• Friday, December 27, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-কানসাট থেকে ৩টি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

  • Sep 30, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে  ৩টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আটক অস্ত্র ব্যবসায়ী হল-বগুড়া সদর উপজেলার মো.আলম প্রামানিকের ছেলে মো.মানিক মিয়া (৩০)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে চারটার সময় শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট বাজার সংলগ্ন রাজপাড়া এলাকাস্থ মেসার্স সুমন ফিলিং ষ্টেশনের সামনে অভিযান পরিচালনা করে বগুড়ার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মো.মানিক মিয়াকে আটক করা হয়।

এসময় তার দেহ তল্লাশী করে আমেরিকার তৈরি ৩টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।