• Friday, January 3, 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-চাকপাড়া সীমান্তে অস্ত্র উদ্ধার করেছে বিজিবি

  • Nov 17, 2018

Share With

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৪টি ওয়ান স্যুটার গান উদ্ধার করেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ অভিযান চালায় ৫৯ বিজিবি সদস্যরা।

শনিবার সকাল ১১টায় ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এস এম সালাহ উদ্দিন প্রেস ব্রিফিংকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ টহল দল শুক্রবার দিবাগত রাত প্রায় সোয়া ১২টায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চকপাড়া সীমান্তের মেইন পিলার ১৮৩/৪-এস’র পার্শ্ববর্তী বাংলাদেশের ২০-২৫ গজ অভ্যন্তরে তল্লাশী চালিয়ে মাটির নীচ থেকে প্লাষ্টিকে মোড়ানো অবস্থায় ভারতের তৈরী ৪টি ওয়ান স্যুটার গান উদ্ধার করে।

তিনি আরো বলেন, বিজিবি সীমান্তে সকল ধরনের অস্ত্র গোলাবারুদ ও মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে।