• Monday, April 15, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোপন বৈঠক করার সময় জামায়াতের ১৭ কর্মী আটক

  • Jul 31, 2018

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ গৌড় পার্কে বনভোজনের অজুহাতে গোপন বৈঠক করার সময় মঙ্গলবার বিকেলে জামায়াতের ১৭ কর্মীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

শিবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ভোলাহাট উপজেলার কলেজ মোড়ে অবস্থিত এ্যাকটিভ ফাউন্ডেশন নামের একটি সংস্থা সোনামসজিদ পার্কে বনভোজন করার জন্য সংস্থার সদস্য ও শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামের জালাল উদ্দিন (৭০)গতকাল সোমবার পার্ক কর্তৃপক্ষের নিকট অনুমতি নেয়। সে মোতাবেক মঙ্গলবার দুপুরে পার্কের ১নং স্পটে বোনভোজনের নামে তারা বৈঠক করছিল। এ সময় শিবগঞ্জ থানা পুলিশ তাদেরকে ঘেরাও করে জালালসহ ১৭ জনকে আটক করে ।

আটকৃতরা হলো শিবগঞ্জ উপজেলার জালাল উদ্দিন (৫৬) ও আব্দুস সালাম (৩২) এবং ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকার শরিফুল ইসলাম(৫০)ইউসুফ আলি(২০) মজিবুর রহমান(৬২)হায়দার আলি(৩৮) মোহাম্মদ আলি মর্তুজা(৪০) নাইম আলি(৪০) জালাল উদ্দিন (৩০) তোবজুল ইসলাম (৫০) হাবিবুর রহমান(৪৮) নাসির উদ্দিন(২৪)আতিকুলইসলাম(২৫মনিরুলইসলাম(৩০)আলতাফুররহমান(৪০)বাইতুল্লাহ(৩০) ও হামজালা(৫৫)।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, তারা বনভোজনের অজুহাতে গৌড় পার্কে গোপন বৈঠক করার সময় শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে নিয়ে আসে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।