• Monday, April 15, 2024

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-কিরনগঞ্জ সীমান্ত থেকে ৩টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার

  • Aug 09, 2018

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্তের পাকাটোলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুর ১টায় চাঁপাইনবাবগঞ্জের ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ৩টার দিকে কিরণগঞ্জ সীমান্ত এলাকার পাকাটোলা গ্রামের সাইদুর রহমানের বাড়িতে অভিযান চালায় বিজিবির একটি দল। সময় আমেরিকার তৈরী একটি পিস্তল দুটি ভারতীয় ওয়ান শ্যুটারগান, দুটি ম্যাগাজিন ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ীর মালিক সাইদুর রহমান তার ছেলে বাড়ীর পেছন দরজা দিয়ে পালিয়ে যায়।

ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি