• Monday, November 11, 2024

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • Dec 23, 2018

Share With

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি  আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে  জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার ৩টি নির্বাচনী এলাকার ১১ জন প্রার্থী ও ২ জন নির্বাচনী এজেন্ট।

সভায় আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য জেলা প্রশাসক সকল প্রার্থীর সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টগণ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।