• Friday, June 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে আজ আরো ৪ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত

  • May 21, 2020

Spread the love

চঁপাইনবাবগঞ্জে আরো ৪ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ঢাকা থেকে এই রিপোর্ট আসে। মোট ১২৫ জনের করোনাভাইরাস পরীক্ষা রিপোর্ট সিভিল সার্জন অফিসে আসে।

এই ৪ জনের মধ্যে ৩ জন শিবগঞ্জ ও ১ জন নাচোল উপজেলার বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধরী এই তথ্য নিশ্চিত করে বলেন, গত ৭ এপ্রিল থেকে পর্যায়ক্রমে ১ হাজার ৫৩৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়।

তাদের মধ্যে এখন পর্যন্ত ১ হাজার ১৯২ জনের নমুনার পরীক্ষা রিপোর্ট পাওয়া গেছে। সব মিলিয়ে এখন ৪৬ জন পজিটিভ পাওয়া গেছে। এই ৪৬ জনের মধ্যে ২ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। পেন্ডিং রয়েছে আরো ৩৪৩ জনের নমুনা।