• Friday, December 6, 2024

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • Oct 01, 2018

Share With
‘মানবধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ শ্রদ্ধায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
সোমবার প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্যোগে ও জেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রবীণ হিতৈষী সংঘে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
সংগঠনটির সভাপতি এ্যাড. মোহা. শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদ উদ্দিন আল হাসান, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন প্রমুখ।