• Monday, May 27, 2024

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

  • Jan 24, 2019

Spread the love

আন্তর্জাতিক মাতৃৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন ইসলাম চৌধুরী, প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।