• Thursday, January 2, 2025

চাঁপাইনবাবগঞ্জে আরো একজন করোনা পজেটিভ

  • May 11, 2020

Share With

চাঁপাইনবাবগঞ্জ থেকে নমুনা সংগ্রহ করার পর পরীক্ষায় রাজশাহীর ল্যাবে সোমবার একজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলায়। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। রাজশাহীর পরেই এখন চাঁপাইনবাবগঞ্জ অবস্থান করছে। রাজশাহী মেডিকেল সূত্রে জানা গেছে আজ দুই শিফটে ১৫০ জনের করোনা পরীক্ষা করা হয়। তবে ১৪৯ জনের করোনা নেগেটিভ পাওয়া গেছে। পজিটিভ পাওয়া একজন শিবগঞ্জের। উপজেলা প্রশাসন আক্রান্তের বাড়িসহ আশপাশের ১৫ বাড়ি লকডাউন করেছে। আতঙ্ক না হয়ে সকলকে সচেতন থাকতেও বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শিবগঞ্জে একজন করোনা পজেটিভ রোগীর সত্যতা নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।