• Saturday, March 2, 2024

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ

  • Sep 25, 2018

স্টাফ রিপোর্টার : চাঁপইনবাবগঞ্জে ইসলামী ব্যাংকের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে ইসলামী ব্যাংকের রাজশাহী জোনের জোন প্রধান মো. কাউছার উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান পল্লী উন্নয়ন বিভাগ ঢাকা, মো. ওবাইদুল হক।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজি, নবাব ফুড প্রা. লি.এর ব্যবস্থাপনা পরিচালক আকবর হেসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন,প্রিন্সিপাল অফিসার রাজশাহী জোন, গোলাম মোস্তফা, স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আখতার হোসেন।

আরো বক্তভ্য দেন পল্লী উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট অফিসার, আবদুল মতিন, ফিল্ড অফিসার শওকত আলী । প্রশিক্ষণ শেষে ৩৪ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।