• Tuesday, March 5, 2024

চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন কনসার্টে দর্শক মাতালেন বরেণ্য-গুণি শিল্পী ‘মমতাজ’

  • Sep 29, 2018

চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন কনসার্টে দর্শক মাতালেন বরেণ্য-গুণি শিল্পী ‘মমতাজ’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় ২৯ সেপ্টেম্বর শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের ডা. আ. আ. ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে ‘উন্নয়ন কনসার্ট-অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছে।

উন্নয়ন কনসার্টে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম  নুরুল হক, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

দেশবরেণ্য, প্রখ্যাত শিল্পী মমতাজ উন্নয়ন কনসার্টে দর্শক মাতিয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে মঞ্চে উঠেন তিনি। এরপর সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে একের পর এক তাঁর বিখ্যাত গানগুলো গেয়ে শোনান। হাজার হাজার মানুষে পরিপূর্ন স্টেডিয়ামে দর্শকরা নেচে নেচে গলা মিলিয়েছেন মমতাজের গানের সাথে।

এসময় প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা, সুশিল সমাজ, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মানুষ উপস্থিত থেকে উন্নয়ন কনসার্টটি উপভোগ করেন ।