• Friday, September 22, 2023

চাঁপাইনবাবগঞ্জে উৎপাদনশীলতা দিবস পালিত

  • Oct 02, 2018

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে উৎপাদনশীলতা।

এ-উপলক্ষে মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রডাকটিভিটি অর্গানাইজেশনের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার সহকারি মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।