• Monday, May 20, 2024

চাঁপাইনবাবগঞ্জে কুরআন মাজিদ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন ওদুদ এমপি

  • Nov 17, 2018

Spread the love

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র কুরআন মাজিদ শিক্ষা কার্যক্রমে ৯০ দিনের কোর্সের উদ্বোধন করলেন আব্দুল ওদুদ এমপি। 

শনিবার সকালে আল-হেরা ফাউন্ডেশনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জরে হরিপুর বোর্ডঘর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।

আলহাজ্ব মো. আমীন উদ্দীন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ কামিল মাদ্রাসার মাওলানা মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমান,  ওয়ার্ড কাউন্সিলর মো. মতিউর রহমান মটন মিয়া প্রমুখ। 

শেষে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারীদের নিকট টুপি ও পবিত্র কুরআন বিতরণ করেন অতিথিবৃন্দ।