• Saturday, March 2, 2024

চাঁপাইনবাবগঞ্জে খেলাধুলার গতি বাড়াতে বিভিন্ন ক্লাবকে খেলার সামগ্রী প্রদান

  • Sep 19, 2018

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে বুধবার বিকেলে তৃণমূল পর্যায়ে খেলাধূলাকে এগিয়ে নিতে জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ক্লাবকে খেলার সামগ্রী প্রদান করা হয়েছে। এ-উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য শান্তনা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ তালুকদার।

সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. মাহমুদ সাফায়েত জামিল, জেলা পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আতিকুল ইসলাম, ফুটবল প্রশিক্ষক মো. হুমায়ন কবির লুকু, ক্রিকেট প্রশিক্ষক মশিউর রহমান মিঠু প্রমুখ।

পরে প্রধান অতিথি, আলিনগর ক্লাব, নরেন্দ্রপুর যুব সংঘ, চরবাগডাঙ্গা উন্নয়ন সংঘ ও আলাতুলি সমাজ সেবা সংঘের প্রতিনিধিদের হাতে ফুটবল ও ক্রিকেট সামগ্রী তুলে দেন। সভায় বক্তারা জানান, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা থাকলে যুব সম্প্রদায় অপরাধ কিংবা মাদকাসক্ত হবার ভয় থাকে না। সরকার সে লক্ষেই দেশের সকল উপজেলায় খেলার বিভিন্ন রকমের সামগ্রী প্রদান করে আসছেন।