• Friday, January 3, 2025

চাঁপাইনবাবগঞ্জে গোলাম মোস্তফা বিশ্বাস এমপিসহ ৫ জনের মনোনয়ন বাতিল

  • Dec 02, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাসসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক এ. জেড এম নূরুল হক।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, আওয়ামী লীগের খুরশিদ আলম বাচ্চু, জামায়াত সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী ইয়াহিয়া খান ও স্বতন্ত্র প্রার্থী ডা.তৈয়ব আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নবাব মো.শামসুল হোদার মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকী ২০ জনের মনোনয়ন বৈধ বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক এ. জেড এম নূরুল হক।

রবিরার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই চলে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক জানান, তাদের আবেদনে ত্রুুটিপূর্ন থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে কারো মনোনয়ন পত্র বাতিল হয়নি।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি আসনে ২৫ জন মনোনয়ন দাখিল করেছিলেন।