• Friday, December 6, 2024

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কৃষি দিবসে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজন

  • Nov 16, 2024

Share With

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কৃষি দিবস উপলক্ষে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়- বাংলাদেশ এর চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারাস্থ ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনএক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. সাহেব আলী প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইউসুফ হোসাইন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের কো-অর্ডিনেটর কৃষিবিদ মেহেদী হাসান সোহেল। এসময় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।