• Thursday, January 2, 2025

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

  • Feb 05, 2019

Share With

‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯ পালিত হয়েছে।

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে মঙ্গলবার (৫’ফেবুয়ারী) সকালে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ  জেলা প্রশাসক কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভায় মিলিত হয়।

জাতীয় গ্রন্থাগার দিবসের কর্মসূচীতে অংশ নেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, স্থানীয সরকার বিভাগের উপপরিচালক ড.চিত্রলেখা নাজনীন,অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান ও মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা গুপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস ছামাদ মোল্লা, গণগ্রন্থাগারিক মাসুদ রানা, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় প্রক্টর এস.এম শহীদুল ইসলাম, বাংলাদেশ গ্রন্থাগার পেশাজীবি পরিষদের জেলা সভাপতি আমিনুল ইসলাম, প্রভাষক ড.ইমদাদুল হক মামুনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনায় বক্তরা গ্রন্থাগারগুলিকে আধুনিক যূগোপযোগি করার তাগিদ দেন। তারা বলেন, মানুষের মত মানুষ হতে হলে শিক্ষার্থীদের গ্রন্থাগারমুখী হতে হবে। কারণ ‘বড়’ হতে হলে বই এর বিকল্প নেই। আর বড় হবার কোন শর্টকাট পদ্ধতিও নেই। তারা বলেন, একমাত্র তরুণ শিক্ষার্থীরাই পারে জ্ঞানার্জনের মাধ্যমে সমাজের কোন বিষয়ে আমুল পরিবর্তন ঘটাতে।