• Friday, September 22, 2023

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শিশু কন্যা দিবসের পুরস্কার বিতরণ

  • Oct 10, 2018

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ শিশু একাডেমী এবং জেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আখতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, নারী নেত্রী মার্জিনা হক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, শিশু শিক্ষার্থী কুলসুম খাতুন, সুস্মিতা ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, বতর্মান সরকার নারী বান্ধব সরকার। তাই নারীদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এ ছাড়া, বাল্যবিভাহ রোধে আমাদের সবাইকে আরও সোচ্চার হতে হবে। পওে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।