• Friday, January 3, 2025

যথাযথ মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে জেল হত্যা দিবস পালন

  • Nov 03, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেল হত্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগ আয়োজিত জেল হত্যা দিবসের এই অনুষ্ঠান।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীগের সভাপতি শরিফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ নেতা আমানুল্লাহ বাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা যুবলীগের সভাপতি এ্যাড.ইয়াসমিন সুলতানা রুমা, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদ্দৌলা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা.সাইফ জামান আনন্দসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ।

সকাল ৮টায় জেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য শোক র‌্যাীর মাধ্যমে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ফায়ার সার্ভিস এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্যা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সকাল ৯টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পবিত্র কোরআন খানি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদ্দৌলার সভাপত্বিতে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুহা.জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামানিকের সঞ্চালনায় জেল হত্যা দিবসের আলোচনায় বক্তব্য রাখেন উপস্থিত সকল অতিথিবৃন্দ। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ নেতা আমানুল্লাহ বাবু, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শাহজালাল শাহিন, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহনেওয়াজ দুলাল, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুল ইসলাম ইমন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কৌশিক আহমেদ প্রমুখ।

সবশেষে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।