• Friday, January 3, 2025

চাঁপাইনবাবগঞ্জে ডা. শিমুলকে স্বাগত জানাতে মোটরসাইকেল শোভাযাত্রা

  • Nov 27, 2018

Share With

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেছে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিন্নুর রহমান, দুলর্ভপুর ইউপি সাবেক চেয়ারম্যান আবু আহমেদ নজমুল কবির মুক্তা, উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি সাদেকুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক সেনাউল ইসলামসহ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীবৃন্দ।

রাজশাহী থেকে সড়ক পথে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসার সময় রাণীহাটি এলাকায় কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে তাঁর পিতা সাবেক সাংসদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক-বীর মুক্তিযোদ্ধা ডা.মঈন উদ্দিন আহমেদের কবর জিয়ারত করেন। এ সময় ডা. শিমুল বলেন, ‘মাননীয় সভানেত্রী আমার প্রতি আস্থা রেখেছেন। আশাকরি নৌকার বিজয়ের মধ্যদিয়ে নেত্রীর এই ভালবাসার প্রতিদান দিতে পারব।’