• Monday, November 11, 2024

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ ২ নারী আটক

  • Sep 19, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র অভিযানে সদর উপজেলার মালবাগডাঙ্গা এলাকা থেকে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ ২ জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝাটু মন্ডলের টোলা (মালবাগডাঙ্গা) এলাকার মো. বাদশার সহধর্মীনি রোজিনা বেগম (৩২) ও মো. সাজ্জাদ আলীর সহধর্মীনি সাগরী বেগম (৬০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক আনিছুর রহমান খান জানান, গোপন সূত্রে জানতে পারি মালবাগডাঙ্গা এলাকার একটি বাড়িতে মাদক হেরোইনের বেচাবিক্রি হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক  রায়হান আহমেদ খানের নেতৃত্বে বুধবার বিকেলে ঐ বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ ২ নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডিএনসির উপস্থিতি টের পেয়ে মো. সাজ্জাদ আলীর ছেলে মো. বাদশা (৩৮) পালিয়ে যায়।

আনিছুর রহমান খান আরো জানান, মাটির গর্তর ভেতর লুকায়িত প্লাস্টিকের ঢাকনাওয়ালা বালতির মধ্যে ১১ টি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়। পরে ঘর তল্লাসী করে ট্রাঙ্কের ভেতর থেকে নগদ ৪ লাখ ৬০ হাজার টাকা, হেরোইন মাপার ডিজিটাল মেশিন ও হেরোইন প্যাকেট করার সিলার মেশিন উদ্ধার করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।

এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।