• Monday, April 15, 2024

চাঁপাইনবাবগঞ্জে নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা

  • Jul 21, 2018

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩ নং ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকায় ১৩নং নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তাসদিকুল আলম টুটুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস মার্জিনা হক, সাধারণ সম্পাদক প্রফেসর সুলতানা রাজিয়া, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন হুদা। এসময় নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে আওয়ামী লীগকে জয়ী করা ও সাংগঠনিকভাবে দলকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়।