• Saturday, July 27, 2024

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন-বাজারজাত বিষয়ে মতবিনিময়

  • Apr 30, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমচাষী, আমবাগান মালিক, আম ব্যবসায়ী, আড়তদার, ফল গবেষক ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার। চাঁপাইনবাবগঞ্জের আমের বহুমুখী ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে অবশ্যই নিরাপদ আম উৎপাদন এবং বাজারজাত করতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জমির উদ্দিন প্রমুখ।