• Thursday, October 31, 2024

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙ্গণরোধ কার্যক্রম পরিদর্শন করলেন উর্দ্ধতন বিজিবি কর্মকর্তারা

  • Jul 31, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে পদ্মা’র ভাঙ্গণকবলিত এলাকা ও ভাঙ্গণরোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গৃহীত কার্যক্রম পরিদর্শন করেছেন বিজিবি’র উর্দ্ধতন কর্মকর্তারা।

চাঁপাইনবাবগঞ্জে পাউবো নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহেদুল আলম জানান, ভাঙ্গণরোধে বিজিবি পাউবোকে চিঠি দেয়। এরপর জরুরীভাবে সীমান্ত ফাঁড়ি ও আশপাশ এলাকা রক্ষায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৩টি পয়েন্টে ৪শ’ মিটার এলাকায় নৌকা থেকে ১৭৫ কেজি ওজনের জিও টেক্সটাইল ব্যাগ ফেলে অস্থায়ী ভাঙ্গণরোধ কার্যক্রম শুরু করে পাউবো। নদী এখন সীমান্তফাঁড়ি থেকে ১শ’মিটারেরও কম দূরত্বে অবস্থান করছে বলে জানান প্রকৌশলী।

মঙ্গলবার সকালে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজিবি’র উত্তর পশ্চিম রিজিওন(রংপুর) কমান্ডার ব্রি.জেনারেল নাহিদুল ইসলাম খান, রাজশাহী সেক্টর কমান্ডারকর্ণেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ ও চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ সরোয়ার। কর্মকর্তারা ৫৩ বিজিবি’র আওতাধীন চরবাগডাঙ্গা বিওপি’র নিকটবর্তী পদ্মা নদীর পাড় ভাঙ্গণরোধে পাওবো’র গৃহীত কার্যক্রম পরিদর্শন করেন।