• Sunday, September 15, 2024

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ সভা : ভাল কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

  • Sep 12, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে বুধবার সকালে পুলিশ লাইন্স এর হলরুমে পুলিশের সার্বিক বিষয়ে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম এর সভাপতিত্বে দিন ব্যাপী অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কমকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম জানান, পুলিশের বিভিন্ন থানায় কাজের অগ্রগতি, মাদক, চুরি, ছিনতাই, অপরাধসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। সভায় সকল পলিশ সদস্যদের সজাগ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান পুলিশ সুপার। রাস্তায় অবৈধ যানবাহন নিয়ে যাতে কেউ চলতে না পারে সে ব্যাপারেও সকলকে কড়া নির্দেশ প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান পিপিএম, অফিসার মাইনুল ইসলামসহ জেলার ৫ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শেষে ৬ জন পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধণা দেয়া হয় এবং ভাল কাজের জন্য ১৮ জন সদস্যকে পুরস্কার হিসেবে অর্থ প্রদান করা হয়। অর্থের চেক অফিসারদের হাতে তুলে দেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম।