• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে পোল্লাডাঙ্গা জামে মসজিদ পুন:নির্মাণ কাজের সুচনা

  • Sep 15, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোল্লাডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদের পুন:নির্মাণ কাজের সুচনা করা হয়েছে।  সকালে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের শুভ সুচনা করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।  নির্মাণ কমিটির আহবায়ক শহীদুল হুদা অলকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব একরামুল হক, পৌরসভার কাউন্সিলর দুলাল আলী। অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধাবমন্ত্রী শেখ হাসিনা দেশে ইসলামের প্রসারে নিরলসভাবে কাজ করে চলেছেন।

দেশের অন্যান্য স্থানের মতো চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরসহ প্রতিটি উপজেলায় আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। উল্লেখ করা যেতে পারে, প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে পোল্লাডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদ পুন:নির্মাণ করা হচ্ছে।